পাহাড় জুড়ে রক্তের প্রয়োজনে স্লোগান নিয়ে ২০১৭ সালের ১৪ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ‘রাঙামাটি ব্লাড ফোর্স’। সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার সংগঠনের উদ্যোগে নানান অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান বাবু। সভাপতিত্ব করেন রাঙামাটি ব্লাড ফোর্স সভাপতি ও প্রতিষ্ঠাকালীন এডমিন আহমেদ ইসতিয়াক আজাদ। উক্ত আয়োজনে দোয়া মাহফিল ও সকল কার্যকরীদের, সেরা স্বেচ্ছাসেবী, রক্তবন্ধুদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
রাঙামাটি ব্লাড ফোর্স ২০২২-২০২৩ এর মো. রমজান আলীকে সভাপতি ও মো. আজিজুল ইসলাম আরজুকে সাধারণ সম্পাদক করে নবগঠিত কমিটি অনুমোদন দেন রাঙামাটি ব্লাড ফোর্সের সাবেক সভাপতি প্রতিষ্ঠাকালীন এডমিন আহমেদ ইসতিয়াক আজাদ ও এডমিন মো. সোহেল রানা, প্রতিষ্ঠাতা এডমিন নূর তালুকদার, প্রতিষ্ঠাতা এডমিন কামাল হোসেন।
কমিটিতে অন্যান্য দায়িত্ব আছেন- সহ-সভাপতি রবিউল হাসান, সহ-সভাপতি বশর আজম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিরব হাসান রাসেল, অর্থ সম্পাদক উজ্জ্বল মল্লিক, সহ-অর্থ সম্পাদক মো. মহিউদ্দীন, তথ্য ও প্রচার সম্পাদক প্রমিতা চৌধুরী, সহ তথ্য ও প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ইসমাইল, ব্লাড ও চিকিৎসা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক তানজিনা আলম, কার্যনির্বাহী সদস্যঃ মাহাবুব এলাহি, আরিফা শেমা ও রহিমা আক্তার মনি।(বিজ্ঞপ্তি)