বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র উদ্যোগে রাঙামাটিতে ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার বিকেলে বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রামের তত্ত্বাবধানে রাঙামাটি সেক্টরের পরিচালনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজিবি রাঙামাটি সদর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ পাভেল আকরাম, এএফডব্লিউসি, পিএসসি। এসময় ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এম এম গোলাম মোহায়মেন, ক্যাপ্টেন অরিজিত কুন্ডু সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর, উত্তর পূর্ব রিজিয়ন, সরাইল, দক্ষিণ পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম এবং রামু এ্যাডহক রিজিয়ন সদর দপ্তরের প্রতিযোগীরা অংশগ্রহন করে। আগামী ১৫ মে প্রহিতযোগিতার চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
বিজিবি রাঙামাটি সদর সেক্টরের প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫টি রিজিয়নের ৩৯ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছে।
এইমাত্র প্রকাশিতঃ
- বঙ্গবন্ধু আদর্শ ফোরামের বৃক্ষরোপন কর্মসূচি
- ১৫ দিনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন প্রবর্তক চাকমা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিসিপির আহ্বায়ক কমিটি গঠিত
- লংগদু সরকারি কলেজে শোকসভা
- রাঙামাটি সাংবাদিক সমিতির বৃক্ষ সৃজন
- নিজ কার্যালয়ে প্রধান শিক্ষিকাকে পেটালেন শিক্ষা অফিসার
- বান্দরবানে সেনাবাহিনীর জিপ খাদে সৈনিকের মৃত্যু, আহত ৩
- জাতীয় শোক দিবসে সরকারি গণগ্রন্থাগারে আলোচনা ও দোয়া মাহফিল