বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে রাঙামাটি জেলা বিএনপি। মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়ায়,বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের নেতা মাওলানা আবুল কাশেম।
শুক্রবার বিকালে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির,পৌর বিএনপির সভাপতি শফিউল আজম,জেলা বিএনপির সহসভাপতি ইসমাইল হোসেন নিজামী,বিএনপি নেতা শহীদ চৌধুরীসহ বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।