নাশকতার আশঙ্কায় রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি শাহ আলমসহ আটক ছয় নেতার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী’র আদালতে তোলা হলে তিনি এ নির্দেশ দেন।
কোর্ট পুলিশের পরিদর্শক ইসরাফিল আলম মজুমদার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আসামীদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, সোমবার রাতে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, প্রচার সম্পাদক আবুল হোসেন বালী, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ কামাল উদ্দিনকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।