বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটি শহরেও অবস্থান কর্মসূচী পালন করেছে রাঙামাটি জেলা বিএনপি।
সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করে দলটির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলমের নেতৃত্বে অবস্থান ধর্মঘটে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা লে: কর্ণেল ( অব) মণীষ দেওয়ান,জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু,সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির, সদর থানা বিএনপির সভাপতি এডভোকেট মামুনুর রশীদ,জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল,জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাত সায়েমসহ বিএনপি,ছাত্রদল,যুবদল,শ্রমিকদল,জাসাস,মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এই সময় বক্তব্য রাখেন বিএনপির নেতারা। তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে,দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আসার দাবি জানান সরকারের কাছে।