বান্দরবানরাঙামাটিলিড

রাঙামাটি-বান্দরবান সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জনের মৃত্যুর খবর

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির রাজস্থলী এবং বান্দরবানের রাজভিলা সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়ভাবে তিনজনের মৃতদেহ ওই এলাকায় পড়ে থাকার খবর জানা গেলেও দায়িত্বশীল কোন সূত্রই ঠিক কি ঘটনা ঘটেছে তা নিশ্চিত করেনি। বিভিন্নসূত্র থেকে সংবাদকর্মীদের কাছে ঘটনাস্থলে পড়ে থাকা তিনটি রক্তাক্ত মরদেহ ও কিছু অস্ত্রশস্ত্রের ছবিও এসেছে।

নিহত তিনজনের মধ্যে একজন বান্দরবানের ক্যাচিংপাড়ার বাসিন্দা বলে জানিয়েছে সূত্রগুলো। নিহতদের ৩ জনই মগপার্টির সদস্য ও সমর্থক বলে জানিয়েছে সূত্র।

রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন বলছেন, ‘বান্দরবান-রাঙামাটি জেলার সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি ও বন্দুকযুদ্ধের একটি সংবাদ আমরা পেয়েছি। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এই এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে,তারা না পৌঁছানো অবধি কিছু বলতে পারছিনা। ঘটনাস্থলটি রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নে বলে জেনেছি।’ কেউ মারা গেছে কিনা এমন প্রশ্নের জবাবে এসপি বলেন,‘তিনজন নিহত হওয়ার খবর শুনেছি। ‘

অসমর্থিত সূত্রগুলো বলছে, মঙ্গলবার সকালে সীমান্তবর্তী এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র একটি সশস্ত্র দল বান্দরবান ভিত্তিক আরেক সশস্ত্র সংগঠন মগ পার্টির একটি আস্তানায় সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানাচ্ছে সূত্রগুলো।

এই বিষয়ে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতি কিংবা মগপার্টি,কারো কোন ভাষ্য জানতে পারেনি পাহাড়টোয়েন্টিফোর।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − two =

Back to top button