
রাঙামাটি ফ্রেন্ডশীপ টি-টোয়েন্টি ক্রিকেট লীগের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে হামিদ একাদশকে ৩৪ রানে পরাজিত করে বিজয়ী হয়েছে এলতেজা একাদশ।
প্রথমে ব্যাট করতে নেমে এলতেজা একাদশ সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে। এলতেজা একাদশের লালু ৪৬,রূপায়ন ৩৮,শাকিল ১৪ রান করে। হামিদ একাদশের পক্ষে বাঁধন ২৮ রানে ৩ টি, ইমরান ৪২ রানে ৩ টি এবং রনি ২৯ রানে ২ টি করে উইকেট নেন।
১৫৮ সালে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে হামিদ একাদশ ১২৩ রানেই গুটিয়ে গেলে ৩৪ রানে জয়ী হয় এলতেজা একাদশ। দলটির পক্ষে ইমন ১৮,নাইম ১৮, ইমরান ১৪, ইমাম ১৯ রান করেন।
লালু ১৫ রান দিয়ে ৩ টি,রূপায়ন ১৮ রানে ২ টি এবং বাপ্পি ১২ রানে ২ টি উইকেট লাভ করেন।
বোলিং-য়ে ৩ উইকেট এবং ব্যাটিংয়ে ৪৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হন আব্দুল করিম লালু। খেলাশেষে ম্যান অব দ্য ম্যাচ এর হাতে পুরষ্কার তুলে দেন গোলাম মোস্তফা ফাউন্ডেশন এর তানিয়া এ্যানি ও প্রার্থনা।
প্রসঙ্গত, গোলাম মোস্তফা ফাউন্ডেশন এর সহযোগিতায় শুক্রবার থেকে রাঙামাটির তবলছড়ির এডিসি হিল মাঠে শুরু হয়েছে ফ্রেন্ডশীপ টি-টোয়েন্টি ক্রিকেট লীগ,যাতে অংশ নিচ্ছেন রাঙামাটির তরুণ ক্রিকেটাররা। তারা সাবেক প্রয়াত তিন ক্রিকেটারের নামে গঠিত তিনটি টীমে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতামূলক ক্রিকেট লীগে অংশ নিচ্ছেন।