বিসিএস প্রশাসনে ক্যাডারের ২২ ব্যাচের সদস্য উপ-সচিব সাদেক আহমেদ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন তিনি গত ২রা জুলাই এই পদে যোগদান করেন।
খুলনা বিভাগীয় কমিশনার এর অফিসে সহকারী কমিশনার হিসাবে যোগদানের মাধ্যমে করমজীবন শুরু করা সাদেক আহমেদ কুষ্টিয়া জেলা প্রশাসক অফিসে সহকারী ও কমিশনার এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, রাঙামাটি জেলা প্রশাসন অফিসে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও রাঙামাটি জেলা পরিষদের বাজার ফান্ড কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন।
সিনিয়র সহকারী কমিশনার হিসাবে পদোন্নতি প্রাপ্তির পর কুমিল্লা জেলার মনোহরগন্জ এর নির্বাহী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শ্রম ও কর্মসংস্থান সচিবের একান্ত সচিব এবং রাঙামাটি জেলা পরিষদের নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। সাদেক আহমেদ ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ড সরকারের সহায়তায় ১ বছর মেয়াদী এম ই গর্ভননেন্স এর প্রশিক্ষন গ্রহণ করেন।
4 Comments
রাংগামাটি জেলাপরিষদের জন্য উপযুক্ত একজন মূখ্য নির্বাহী । সাদেক স্যারের সফলতা কামনা করছি ।
congratulations.
congratulations.
oweelcom,,,,,,