
রাঙামাটি কোভিড-১৯ শনাক্ত বেড়ে ৪৯৫ জন হয়েছে। সেই সাথে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ জন।
শুক্রবার চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে আসা ৬৩ জনের রিপোর্টের মধ্যে ২৬ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। যার মধ্যে ২০ জনই রাঙামাটি শহরের। বাকিদের ২ জন কাপ্তাই,২ জন জুরাছড়ি,১ জন বরকল এবং ১ জন রাজস্থলী উপজেলার বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।
এদিকে শুক্রবার আসা রিপোর্টে দুইদিন আগে করোনা উপসর্গ নিয়ে রিজার্ভবাজারে মারা যাওয়া শেফালী সেনের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়ালো।
একইদিন আসা রিপোর্টে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন এর রিপোর্টও পজিটিভ এসেছে বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র।
বৃহস্পতিবার পর্যন্ত জেলা থেকে পাঠানো ২৫২৭ জনের নমুনার মধ্যে জেলায় আক্রান্ত হয়েছেন ৪৯৫ জন এবং এদের মধ্যে ৩৪০ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এখনো আইসোলেশনে আছেন ৯ জন।