রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি-সম্পাদক পদে উপ-নির্বাচন ৯ জুন

ইয়াছিন রানা সোহেল
রাঙামাটি জেলা বিএনপি’র উপ-নির্বাচন আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে বলে। জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি ও নির্বাচন কমিশনার নাসির উদ্দিন জানান, জেলা বিএনপি’র সভাপতি হাজী মোঃ শাহ আলমের মৃত্যুতে জেলা সভাপতির পদ খালি হয়। কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় আমরা উক্ত পদে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করি। ইতোমধ্যে সভাপতি পদে নির্বাচন করার জন্য দীপন তালুকদার দীপু সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি নেন। ফলে খালি হয়ে পড়ে সাধারন সম্পাদক পদও। জানা যায়, সভাপতি পদে সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ও দীপন তালুকদার দীপু প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ সম্পাদক পদে দুই অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির ও মামুনুর রশিদ মামুন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে। গত বছর ১৩ নভেম্বর জেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়,যাতে সভাপতি পদে মোঃ শাহ আলম,সাধারন সম্পাদক পদে দীপন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল নির্বাচিত হয়েছিলেন।
বিএনপির জেলা সম্মেলনের নির্বাচন কমিশনার,যিনি এই উপনির্বাচনেরও কমিশনার নিযুক্ত হয়েছেন,সেই নাসিরউদ্দিন বলছেন,‘ আগামী ৯ জুন নির্বাচন হবে। সভাপতি পদে দীপন তালুকদার দীপু ও সাইফুল ইসলাম ভূট্টো এবং সাধারন সম্পাদক পদে সাইফুল ইসলাম পনির ও মামুুনুর রশীদ প্রতিদ্বন্দ্বিতা করবে বলে শুনেছি। বাকি ১ তারিখের পর বলতে পারব।’