
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুনর্গঠিত হয়েছে রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। বৃহস্পতিবার বিকালে এই সংক্রান্ত সরকারি গেজেট জারি হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গেজেটে সাক্ষর করেছেন উপ সচিব সজল কান্তি বণিক।
পাহাড়টোয়েন্টিফোর ডট কম এর হাতে আসা গেজেট অনুসারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন গত দুই পরিষদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করা অংসুই প্রু চৌধুরী। সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বরকল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বিগত পরিষদের সদস্য পদ থেকে নির্বাচনের কারণে পদত্যাগ করা সবির কুমার চাকমা,বাঘাইছড়ির প্রিয়নন্দ চাকমা,জুরাছড়ি থেকে প্রবর্তক চাকমা, নানিয়ারচর থেকে উপজেলা সেক্রেটারি এলিপন চাকমা,রাঙামাটি সদর থেকে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, যুবলীগ নেতা বিপুল ত্রিপুরা, মহিলা আওয়ামীলীগ নেত্রী ঝর্না খীসা ও সংখ্যালঘু জনগোষ্ঠির নেতা, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাদল চন্দ্র দে,লংগদু উপজেলা থেকে গুলশাখালির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম ও সাবেক জেলা পরিষদ সদস্য জানে আলমের স্ত্রী মোঃ আছমা বেগম,কাপ্তাই উপজেলা থেকে উপজেলা সভাপতি অংসুচাইন চৌধুরী ও দিপ্তীময় তালুকদার,রাজস্থলী থেকে নিউচিং মারমা,বিলাইছড়ি থেকে বিগত পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।