
দেশের ঐতিহ্যবাহি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর রাঙামাটি জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল দশটায় ২১ তম জেলা সম্মেলনের উদ্বোধন করবেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি রুহিন হোসেন প্রিন্স। অতিথি হিসেবে উপস্তিত থাকবেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অনিক রায় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ফয়েজউল্লাহ।
জেলা ছাত্রইউনিয়নের সভাপতি অভিজিত বড়ুয়ার সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভার পর বিকেলে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
‘বন্ধু মিছিলে এসো ধরে শ্লোগান,রুখো সন্ত্রাস-দখলদারিত্ব- শিক্ষা বাণিজ্য-আগ্রাসন’ এই শ্লোগানে অনুষ্ঠিত এই সম্মেলনের মধ্য দিয়ে পার্বত্য এই শহরে ঐতিহ্যবাহি এই সংগঠনটি ফের নিজেদের কার্যক্রমকে আরো বেশি গতিশীল ও শক্তিশালী করার প্রয়াস নিয়েছে বলে জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক অসীম দাশ। তিনি জানিয়েছেন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকান্ডের ঘটনায় যখন সারা দেশ অস্থির, এমন কঠিন সময়ে ছাত্র সমাজের কাছে প্রকৃত ছাত্ররাজনীতির প্রতিনিধিত্বকারি সংগঠন ছাত্র ইউনিয়ন নিজেদের বার্তা নিয়ে হাজির হচ্ছে। আমাদের এই সম্মেলন পার্বত্য জনপদে আমাদের পুরোনো ঐতিহ্যকে ফিরিয়ে আনা এবং পাহাড়ের ছাত্র সমাজের প্রাণের দাবিগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ নিদের্শনা ও কার্যক্রম গ্রহণের পথকে মসৃণ করবে।’
রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক মিশু দে বলেছেন, ‘ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের চলমান সংগ্রাম ও রাঙামাটির গুরুত্বপূর্ণ দুই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি মেডিকেল কলেজকে অবিলম্বে তাদের নিজস্ব ক্যাম্পাসে নেয়ার দাবি এবারের সম্মেলনের প্রচারণায় আমার ব্যাপকভাবে উল্লেখ করেছি। একই সাথে রাঙামাটি সরকারি কলেজের আবাসন সংকটসহ অন্যান্য সমস্যা সমাধান ও রাঙামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নানান সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানাচ্ছি।’
রাঙামাটি সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক প্রান্ত দেবনাথ বলেছেন, ‘ এই জেলার ছাত্র রাজনীতিতে ছাত্রইউনিয়নের গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। আমরা আমাদের প্রাক্তনদের যোগ্য প্রতিনিধিত্ব করতেই নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনকে আরো বেশি গতিশীল ও ছাত্রবান্ধব করার জন্য এবারের সম্মেলনটিকে অধিকতর গুরুত্ব প্রদান করছি। সম্মেলনের প্রথম অধিবেশনে আমাদের অনেক প্রাক্তনও আসবেন বলে আশা করছি আমরা।’