জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়াল্ডর্স ডকুমেন্টারি হেরিটেজ) হিসাবে স্বীকৃতি প্রাপ্তিতে রাঙামাটি জেলা ছাত্রলীগের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার’র সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি সাইফুল আলম রাশেদ’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বাবুল, দপ্তার সম্পাদক রফিকুল আহম্মদ তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজি সোলাইমান চৌধুরী, সাধারণ সম্পাদক মনছুর আলী, জেলা পরিষদের সদস্য মনোয়ারা বেগম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগমসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন এবং ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে বক্তারা ইউনেস্কোকে ধন্যবাদসহ মহান এ ভাষণ বাঙালি জাতির গৌরব বহন করে বলে মন্তব্য করেন।