নয় বছর পর কোন প্রকার সম্মেলন বা কাউন্সিল ছাড়াই রাঙামাটি জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার সংগঠনটির ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারন সম্পাদক মোঃ আজমামুল হাসানের সাক্ষরে এই কমিটি ঘোষিত হয়। ঘোষিত কমিটিতে রাঙামাটি পৌর ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরকে সভাপতি,পৌর কমিটির সাধারন সম্পাদক আলী আকবর সুমনকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে ৩৩ জনের নাম ঘোষণা করা হলেও পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে ছাত্রদল নেতারা।
ঘোষিত এই কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে আছেন মোঃ হেলালউদ্দিন,সহসভাপতি মোর্শেদ আলম,খোরশেদ আলম রাজু,মানিক আহমেদ,সাইদুর রহমান রতন,নাজমুল হুদা,খোরশেদ আলম,আব্দুল মজিদ নান্টু,ইসমাইল করিম,ইমরান চৌধুরী সুজন,আবু সুফিয়ান রেজা,শাহ ইমরান,মোঃ সেলিম (সুমন),কামাল হোসেন ও তারেক আহমেদ।
যুগ্ম সম্পাদক হিসেবে আছেন রাশেদুল ইসলাম রনি,কামালউদ্দিন,ফজরুল ইসলাম,হযরত আলী সুমন,অলি আহাদ,খায়রুল ইসলাম রানা,মাসুদ পারভেজ,সেকান্দার আলী রাসেল,আবুল কালাম সগির,মোঃ সাজ্জাদ। সহসাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির,মোঃ রাসেল।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন বেলাল হোসেন সাকু,সহ সাংগঠনিক সম্পাদক আরজু হোসেন সুমন,বেনচন চাকমা,ডালিম শাহরিয়ার।
২০১০ সালের অক্টোবর মাসে আবু সাদাত মোঃ সায়েমকে সভাপতি,জাহাঙ্গীর আলম তালুকদারকে সাধারন সম্পাদককে করে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করেছিলো কেন্দ্রীয় ছাত্রদল।
রাঙামাটি জেলা ছাত্রদলের বিদায়ী সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার বলেছেন, রাঙামাটিতে ছাত্রদলের ত্যাগি পরীক্ষিত এবং নিবেদিতপ্রাণ কর্মীদের নিয়ে যে কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি,আমি তাদের স্বাগত জানাই। আমার বিশ^াস এই কমিটির নেতৃত্বে চলমান সরকার বিরোধী আন্দোলন আরো বেশি বেগবান ও শক্তিশালি হবে। আমি নতুন নেতৃত্বকে সাধুবাদ জানাই।
১ Comment
তিন “স”