রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি (২০১৮-২০২২) নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল নয়টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় তিনটায়। এসময়ে জেলা ক্রীড়া সংস্থার ৭২ জন ভোটার সকলেই ভোট প্রদান করেন।
জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনে সহ-সভাপতি পদে মামুনুর রশিদ মামুন ৬০ ভোট, আকবর হোসেন চৌধুরী ৫৬ ভোট, বরুণ বিকাশ দেওয়ান ৪৫ ভোট, প্রীতম রায় ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী সুনীল কান্তি দে ৩০, মো. শাহ আলম ২৬ ও মঈন উদ্দিন সেলিম ২৩ ভোট পেয়েছেন।
জেলা ক্রীড়ার সাধারণ সম্পাদক হয়েছেন শফিউল আজম। তিনি পেয়েছেন ৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংশুক চাকমা পেয়েছেন ২১ ভোট, আরেক প্রতিদ্বন্দ্বী আবদুল মামুন পান ৭ ভোট। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন নিবানন চাকমা। অপর দিকে তার আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোজ কুমার ত্রিপুরা পায় ৩০ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুস সবুর ৬৬ ভোট এবং মিথুল দেওয়ান ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখর সেন পেয়েছেন ২৬ ভোট। কোষাধ্যক্ষ পদে মনিরুল ইসলাম ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিজেশ বড়ুয়া রমেল পেয়েছেন ৩৪ ভোট।
সদস্য পদে প্রদীপ বড়–য়া ৬৬, মো. আবু তৈয়ব ৬৫, তাপস কুমার চাকমা ৬২, আশীষ কুমার চাকমা(নব) ৫৭, রনেন চাকমা ৫৬, সাইফুল আলম(রাশেদ) ৫৫, আহম্মদ ফজলুর রশিদ সেলিম ৫২, বেনু দত্ত ৫১, নাছির উদ্দিন সোহেল ৪৯, মো. রমজান আলী ৪৮, আহম্মেদ হুমায়ুন কবীর ৪৬, ঝিনুক ত্রিপুরা ৪৫, জয়জিৎ খীসা ৪২ ও তৌহিদুল আলম মামুন ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে চারজন পরাজিত হয়েছেন। চারজনের মধ্যে নুরুল মোস্তফা মিনার ৩৩, ফারুক আহম্মদ তালুকদার(বিপু) ৩২, মো. শাহ আলম ৩২, ওয়াহিদুল আলম ৩১ ও ইন্দ্রদত্ত তালুকদার ২৮ ভোট পেয়েছেন।
নির্বাহী সদস্য(সংরক্ষিত) পদে নির্বাচিত হয়েছেন মো. মোস্তফা কামাল(৪৫) ও দীপেন দেওয়ান টিটু(৪৪)। তাদের প্রতিদ্বন্দ্বী ঝিল্লোল মজুমদার ২৫, সুদর্শন বড়–য়া ১৫ ও বিদর্শন বড়–য়া ১১ ভোট পেয়েছেন।