চৌধুরী হারুনুর রশীদ
রাঙামাটি জেলা আইনজীবী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। এবারের নির্বাচনে মূলত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট হবে। অন্যান্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। যে কারণে সভাপতি-সাধারণ সম্পাদক পদে হাড্ডা-হাড্ডি লড়াই চলছে।
আইনজীবীরা জানিয়েছেন, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হিসেবে লড়ছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত ও আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট কল্যাণ মিত্র। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়ছেন অ্যাডভোকেট মোক্তার আহমেদ। অন্যদিকে সাধারণ সম্পাদক পড়ে লড়ছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীভী পরিষদ মনোনীত অ্যাডভোকেট রাজীব চাকমা ও বিএনপি নেতা সুপরিচিত অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
এছাড়া সহ-সভাপতি পদে অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবছার আলী , কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট উজ্জ্বল তঞ্চঙ্গা, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মিলন চাকমা, পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট প্রজ্জ্বল চাকমা, সদস্য হিসেবে অ্যাডভোকেট শফিউল আলম মিয়া, অ্যাডভোকেট মো. মামুন ভূঁইয়া, অ্যাডভোকেট বিবরণ চাকমা, অ্যাডভোকেট কামাল হোসেন সুজন ও অ্যাডভোকেট রাশেদ ইকবাল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সভাপতি পদে অ্যাডভোকেট দুলাল সরকার, অ্যাডভোকেট মো. শাহ আলম ও অ্যাডভোকেট জুয়েল দেওয়ান। সহ-সভাপতি পদে অ্যাডভোকেট বিপ্লব চাকমা ও মাকসুদা হক। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট পারভেজ তালুকদার, ও অ্যাডভোকেট নুরুল হক। সদস্য পদে অ্যাডভোকেট মো. গফুর বাদশা ও অ্যাডভোকেট রাইসুল কবির । রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সমিতি নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য কোন পদে ভোট হচ্ছে না। প্রার্থীতার প্রত্যাহার করায় ১১ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়েছে।
জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতি ও পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, রাঙামাটি জেলা বার কাউন্সিলে আমাদের সমর্থন বেশী। কোন ধরনের পক্ষপাত না হলে প্রতিদ্বন্দ্বী দুই পদেই আমরা জয় লাভ করবো। প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১১ পদের মধ্যে ৮টাতে আমরা জয় পেয়েছি।
এদিকে, আইনজীবী সমিতির এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিহির বরণ চাকমা ও কমিশনার অ্যাডভোকেট পারভীন আক্তার ও অ্যাডভোকেট দর্শন চাকমা ঝন্টু দায়িত্বপালন করছেন।