
জাতীয় পার্টি (জাপা) রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা করা হয়েছে। অ্যাডভোকেট এম.এ.কে পারভেজ তালুকদার’কে আহ্বায়ক এবং জ্যোতি বিকাশ চাকমা’কে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি এক আদেশে দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা এমপি’র সুপারিশে আগামী তিন মাসের মধ্যে যথাযথ কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার শর্তে অ্যাডভোকেট এম.এ.কে পারভেজ তালুকদার’কে আহ্বায়ক এবং জ্যোতি বিকাশ চাকমা’কে সদস্য সচিব করে জাতীয় পার্টি রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।’