রাঙামাটি জন্মাষ্টমী উদযাপন পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। এতে উপস্থিত ছিলেন রাঙামাটি পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে, সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, জেলা পরিষদের সদস্য ত্রিদীব কান্তি দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত, অর্থ সম্পাদক খোকন কুমার দেসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি সাংসদ দীপংকর তালুকদার জাতির এই ক্রান্তিকালে জন্মাষ্টমী উদযাপন পরিষদ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জ্ঞাপন করেন।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।