
রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে জেলা আওয়ামীলীগের নেতা মোঃ আবদুল ওয়াদুদ, সিনিয়র সহ-সভাপতি পদে আওয়ামীলীগ নেতা উসাং মং ও সহ-সভাপতি পদে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আলী বাবর নির্বাচিত হয়েছেন। একইসাথে পরিচালক পদে কার্যনির্বাহী কমিটির মোট ১৫ (পনের) জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য পরিচালকরা হলেন, বিদায়ী সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া,জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম,জেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী কামালউদ্দিন,সহসভাপতি নিখিল কুমার চাকমা,নাগরিক কমিটির নেতা ইউসুফ হারুন,কৃষকলীগের সাধারন সম্পাদক জাহিদ আকতার,জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হারুনুর রশীদ মাতব্বর, পৌর আওয়ামীলীগের সভাপতি মনসুর আলী,বিএনপি নেতা নিজামউদ্দিন, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ,হোটেল প্রিন্সের মালিক নেছার আহমেদ,বয়ন টেক্সটাইলের জহিরউদ্দিন চৌধুরী, মনিরুজ্জামান মহসিন রানা,মেহেদী আল মাহবুব এবং এএম উবায়দুল্লাহ।
শনিবার রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কামিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি জনাব বেলায়েত হোসেন ভূইয়া নবনির্বাচিত সভাপতি জনাব আবদুল ওয়াদুদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রাঙামাটি চেম্বারের সচিব শাব্বির আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের খবর জানানো হয়েছে।