কালেরকন্ঠ শুভসংঘ রাঙামাটি জেলা শাখার মাসিক সভায় সংগঠনের রাঙামাটি সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার বিকালে
দৈনিক পার্বত্য চট্টগ্রাম অফিসে শুভসংঘের জেলা সভাপতি মংচিউ মারমার সভাপতিত্ত্বে ও সা:সম্পাদক প্রিয়ম আইচ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠিত হয়।
এতে পন্টি সেনকে আহ্বায়ক,শিপা আক্তারকে যুগ্ম আহ্বায়ক,গৌরি চৌধুরীকে সদস্য সচিব এবং ফারজানা আক্তারকে যুগ্ম সচিব ও ইমন পালকে সদস্য করা হয়। সভায় সবার সম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি সরকারী কলেজ শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা শুভসংঘের সহ সভাপতি বাবলু আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক গৌরী চৌধুরী,অর্থ সম্পাদক অজয় সেন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিপা আক্তার,সদস্য ইমন পাল,দীপ দে ও শুভ দাশ।
আহ্বায়ক কমিটিকে আগামী ২ মাসের ভেতর পূর্ণাঙ্গ কমিটির তালিকা গঠন করে সভাপতি/সা:সম্পাদক বরাবর প্রেরণের জন্য অনুরোধ করেন শুভসংঘের সভাপতি মংচিউ মারমা।
সভায় সকলে সবার সু-স্বাস্থ্য কামনা করে শুভসংঘের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন শুভসংঘের সংগঠকরা।