রাঙামাটি শহরের পুরাতন পুলিশ লাইন এলাকার বাসিন্দা রতন চৌধুরীর মেয়ে রাঙামাটি সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী হ্যাপি চৌধুরী পূজা (১৭) নিজ বাসায় গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা, পরিবার ও পূজার বন্ধুদের সাথে কথা বলে এখনো পর্যন্ত কি কারণে সে এমন ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পূজার বাবা রতন চৌধুরী জানান, পারিবারিক কোন ঝামেলা ছিলো না, দুই ছেলে মেয়ে নিয়ে সুন্দর সংসার ছিলো তাদের। তবে মেয়ে কেন বা কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে তা নিশ্চত নয় তিনি।
তিনি বলেন, রাতে একসাথে ভাত খেয়ে আমরা ঘুমাতে যায়। মেয়ে তার ছোট ভাইয়ের সাথে থাকতো। সকালে উঠে তাদেরকে ডাকলে সে সারা দেয় না। পরে ছোট ভাই ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়ে চিৎকার দিলে আমরা রুমের ভিতরে গিয়ে দেখি সে জানলার সাথে ঝুলে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার এসআই শিবু প্রসাদ দাস বলেন, আমরা লাশ উদ্ধার করে হাসপাতালে এনেছি। এখনো পর্যন্ত কি কারণে আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।