ক্যাম্পাস ঘুড়িব্রেকিং
রাঙামাটি কলেজে বৃক্ষরোপণ অভিযান শুরু

রাঙামাটি সরকারি কলেজে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জাফর আহমেদ। শনিবার সকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এবং কলেজ রোভার স্কাউটস’র সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল খায়ের, রোভার স্কাউটস সম্পাদক সুজন চক্রবর্তী, সিনিয়র রোভারমেট মো: ওমর ফারুক প্রমুখ। এ বৃক্ষ রোপণ কর্মসূচি আগামী ২২ সেপ্টম্বর শেষ হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।