পার্বত্য জেলা রাঙামাটি এবং বান্দরবানে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
রাঙামাটিতে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশন এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) এ কে এম মামুনুর রশীদ। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানকে ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ে বদলী করা হয়েছে।
বান্দরবানে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর সিটি করপোরেশন এর সচিব মোঃ আসলাম হোসেন।
২৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক আদেশে এই বদলীর বিষয়টি নিশ্চিত হয় বলে জানিয়েছে প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র।