
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামীলীগ নানান কর্মসূচী পালন করেছে। এর মধ্যে মঙ্গলবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে ফ্রি চিকিৎসা সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফ্রি চিকিৎসা সেবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার।
আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর’র ছাড়াও আরো উপস্থিত ছিলেন রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান, রাঙামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।