দীর্ঘদিন পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ২৯ মে তারিখে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-‘রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক” এর শূন্যপদে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিন্মে উল্লিখিত নির্দেশনা/শর্ত অনুযায়ী দরখাস্ত আহবান করা যাচ্ছে।’
সহকারী শিক্ষক পদে বেতনস্কেল: টাকা ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী) এর আওতায় সদর উপজেলায় -৫১জন কাউখালী উপজেলায়-৩৭ জন, নানিয়ারচর উপজেলায়-২৮ জন,বরকল উপজেলায়-৩৫ জন,জুরাছড়ি-তে ৫৫ জন,লংগদু-তে ৫১ জন, বাঘাইছড়ি-তে ৮৮জন, কাপ্তাই উপজেলায় ২২জন, রাজস্থলী-তে ৪৫ জন এবং বিলাইছড়ি উপজেলায় ৫০জন সহ সর্বমোট : ৪৬২ (চারশত বাষট্টি) টি পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
সর্বনিন্ম ২১ বৎসর এবং সর্বোচ্চ ৪০ বৎসর (মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪২ বৎসর) এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রীধারি প্রার্থীরাই কেবল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আবেদনকারিদের যেসব শর্ত মানতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে :
০১। আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম ও প্রবেশপত্রের নমূনা ফরম পুরণ করে ৪নং ক্রমিকে উল্লেখিত কাগজপত্রসহ আগামী ৩০/০৬/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের রক্ষিত বক্সে আবেদন জমা দিতে হবে। চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বরাবর ডাকযোগেও আবেদনপত্র প্রেরণ করা যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর সরাসরি বা ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবেনা।
০২। আবেদনকারীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং নির্ধারিত প্রবেশপত্রের নমুনা ফরম যথাযথভাবে পূরণপূর্বক আবেদনপত্রের সাথে সংযুক্ত করে জমা দিতে হবে। নির্ধারিত “চাকরির আবেদন ফরম” ও “প্রবেশপত্রের নমূনা ফরম” রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট www.rhdc.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।
০৩। আবেদনকারীকে “চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ” এর অনুকূলে সরকার অনুমোদিত যে কোন ব্যাংক হতে ৪০০/= (চারশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) আবেদনের সাথে জমা দিতে হবে। কোন প্রকার পোস্টাল অর্ডার গ্রহণ করা হবেনা।
০৪। আবেদনপত্রের সাথে নিন্মে উল্লিখিত প্রয়োজনীয় সকল সনদপত্র/প্রত্যয়ণ/তথ্য/কাগজপত্রাদির (সত্যায়িত) ০১ (এক) সেট জমা দিতে হবে। প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার (৯ম বা তদুর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা) স্বাক্ষরের নীচে নামসহ সীল থাকতে হবে।
ক) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙিন ছবি ।
খ) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মুল/সাময়িক সনদপত্র।
গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
ঙ) স্থায়ী বাসিন্দার সনদপত্র (সংশ্লিষ্ট মৌজার হেডম্যান বা ইউপি চেয়ারম্যান বা ক্ষেত্রমতে পৌরসভার মেয়র/চেয়ারমান কর্তৃক প্রদত্ত সনদ যাহা সার্কেল চীফ/জেলা প্রশাসক কর্তৃক প্রতিস্বাক্ষরিত অথবা সার্কেল চীফ/জেলা প্রশাসক কর্তৃক সরাসরি প্রদত্ত সনদ)।
চ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সন্তানের পিতা/মাতা অথবা পিতা/মাতার পিতা/মাতা এর মুক্তিযোদ্ধা সনদপত্র।
ছ) প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। যাহা সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রতিস্বাক্ষরিত।
জ) প্রার্থীর নিজের, পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র।
ঝ) পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক সদ্য (৩১ মে ২০২২ তারিখের পূর্বে স্বাক্ষরিত নয়) প্রদত্ত পোষ্য সনদপত্র।