রাঙামাটি ২৯৯ সংসদীয় আসনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রন কক্ষ থেকে সন্ধ্যা ৭.১৫ মিনিটে রিটার্নিং অফিসার একেএম মামুনুর রশীদ ২০৩ টি কেন্দ্রের মধ্যে ২৩ টির ফলাফল ঘোষণা করেছে। এর মধ্যে নৌকা প্রতীকে দীপংকর তালুকদার ১৭ হাজার ৮৪ ভোটে এগিয়ে আছেন। সিংহ প্রতীকের ঊষাতন তালুকদার পেয়েছেন ১১ হাজার ৪১২ ভোট। ধানের শীষের মনিস্বপন দেওয়ান ২ হাজার ৪৮০ ভোট পেয়েছেন।
বিভিন্ন উপজেলা থেকে বিস্তারিত ফলাফল আসছে এবং নিয়ন্ত্রন কক্ষ থেকে সেসব ফলাফল ঘোষনা করা হচ্ছে।