পার্বত্য জনপদের সবচে প্রাচীন বিদ্যাপীঠ রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী শুক্রবার সকালে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শহীদ মিনার থেকে র্যালি করে সবাই স্কুল ক্যাম্পাসে মিলিত হয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে। দীর্ঘ ৫ বছর পর সবাই একসাথে হতে পারে আনন্দ উল্লাসে মেতে ওঠেন ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে তারা শিক্ষকদের সাথে স্কুল জীবনের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের নেতৃত্ব দেন রাঙামাটির জনপ্রিয় ব্র্যান্ড ড্রিমস। দীর্ঘ ৫ বছর পর মিলিত হতে পেরে সকলে আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষাংশে প্রাক্তন শিক্ষার্থীরা স্কুল শিক্ষক রহমতুল্লাহ এর হাতে স্কুলের জন্য উপহার তুলে দেন।
প্রাক্তন শিক্ষার্থী আইয়ুব বলেন, সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে পুরনো বন্ধুদের মিলন মেলায় রূপ নেয়। সকলের পদভারে ও ব্যাপক উচ্ছ্বাসে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবে মুখরিত হয়ে উঠে। বিদ্যালয় চত্বরে এসময় সাজ সাজ পরিলক্ষিত হয়।
আইয়ুব আরও বলেন, সবাইকে একত্রিত করতে পেরে অনেক ভালো লাগছে। সব কিছুর উর্দ্ধে উঠে আমরা সব সময় এমন হাসি আনন্দে মেতে উঠতে চাই। যারা অক্লান্ত শ্রম দিয়ে আয়োজন সফল করেছেন, তাদেরকে ধন্যবাদ জানান
অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলেন আতাহার, ইফতি, আবিদ, শ্রাবণ, আইয়ুব, মোহন, অমিজিত, তাহিয়া, ইলা, সুমাইয়াসহ আরো অনেকে। ( বিজ্ঞপ্তি)