রাঙামাটি ২৯৯ সংসদীয় আসনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রন কক্ষ থেকে রাত ৯.২০ মিনিটে রিটার্নিং অফিসার ২০৩ টি কেন্দ্রের মধ্যে ১১৫ টির ফলাফল ঘোষণা করেছে। এর মধ্যে নৌকা প্রতীকে দীপংকর তালুকদার ১ লক্ষ ৪ হাজার ৩৮৪ ভোটে এগিয়ে আছেন। সিংহ প্রতীকের ঊষাতন তালুকদার পেয়েছেন ৫২ হাজার ৫৩২ ভোট। ধানের শীষের মনিস্বপন দেওয়ান ১৬ হাজার ৪৫৪ ভোট পেয়েছেন। লাঙ্গল ২৪২,কোদাল ২৫২,হাতপাখা ১০৭৭ ভোট পেয়েছেন।
বিভিন্ন উপজেলা থেকে বিস্তারিত ফলাফল আসছে এবং নিয়ন্ত্রন কক্ষ থেকে সেসব ফলাফল ঘোষনা করা হচ্ছে। এই মুহুর্তে ফলাফল ঘোষণা করছে অতিরিক্ত জেলা প্রশাক এসএম শফি কামাল।
আরো দেখুন
চুরির মামলা করে নিজেই ফেঁসে গেলেন বাদী !
রাঙামাটিতে মিথ্যা চুরির মামলায় বাদীর কারাদ- দিয়েছেন আদালত। জেলার কাউখালী থানার আর্দশগ্রাম নিবাসী আবুল কাসেমের …