চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটি সদর ও নানিয়ারচর উপজেলার ১০ ইউনিয়নে শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
আজ রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও এর আগে থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষদের ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। বিকাল ৪টায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়। তবে ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা ছিল বেশি।
বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার জানান, প্রায় প্রতিটি কেন্দ্রেই ৬০-৭০ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।
রাঙামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য ২ উপজেলায় মোট ৬ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পরিমাণ পুলিশ ও আনসার মোতায়নের পাশাপশি র্যাব ও স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে। এছাড়াও প্রতি ইউনিয়নে একজন করে মোট ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
সদর ও নানিয়ারচর উপজেলার ১০ ইউনিয়নে ৯০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬৭ হাজার ৪৮ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৮, সাধারণ সদস্য পদে ২১১ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নৌকার প্রার্থী ছাড়া অন্য কোনো দল অংশগ্রহণ করেনি।