নিজস্ব প্রতিবেদক ॥
ইয়াং টাইগার বিসিবি অনুর্ধ্ব ১৪ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়ামে শুক্রবারের উদ্বোধনী খেলায় চট্টগ্রাম জেলা দল ৮ উইকেটে রাঙামাটি জেলা দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে রাঙামাটি ৪৮ রানে অলআউট হয়ে যায়। চট্টগ্রামের ক্ষুদে ফাস্ট বোলার ইব্রাহিম ১২ রান দিয়ে একাই নেন ৮ উইকেট। রাঙামাটি কোন ব্যাটসম্যান ক্রিজে গিয়ে দাঁড়াতে পারেনি।
চট্টগ্রাম জেলা মাত্র ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৯ রান করে। রাঙামাটি পরবর্তী খেলা ব্রাহ্মণবাড়িয়ার সাথে ৪ জানুয়ারি ও ফেনী জেলার সাথে ৬ জানুয়ারি।