ফুটবল বিশ^কাপ এলেই মেতে উঠে সারা বিশ^। আর সারাবিশে^র মতো বাংলাদেশও মেতেছে সে বিশ^কাপ উন্মাদনায়। পিছিয়ে নেই পাহাড়ের মানুষও। ছোট থেকে শুরু করে প্রবীণদেরও থাকে পছন্দের কিংবা ভালোবাসার দল। আর বেশির ভাগ মানুষই খেলা উপভোগ করেই নিজের পছন্দের দলটি বেছে নেয়।
এবারের বিশ^কাপ’কে ঘিরে রাঙামাটির জনসাধারণকে পাহাড়ের নেতা ও জনপ্রতিনিরা কে কোন দল করছেন তা জানিয়ে দিয়েছে পাহাড়টোয়েন্টিফোর ডট কম । এরই ধারাবাহিকতায় আজ আপনাদের জানাচ্ছি রাঙামাটির সাংবাদিকদের কার পছন্দের দল কোনটি। তবে সকল সাংবাদিকদের কথা না জানিয়ে সংগঠন ভিত্তিক নেতাদের অভিমত জানার চেষ্টা করেছি আমরা।
রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল বলেন, আমি ছোটবেলা থেকেই ব্রাজিলকে সাপোর্ট করে আসছি। যখন আমি স্কুলে পড়তাম তখন থেকে ব্রাজিল আমার প্রিয় দল। আর আমি আশাবাদী এবার ব্রাজিলই হবে চ্যাম্পিয়ন। অন্য কেউ কাপ জিতলে আসলেই মানতে কষ্ট হবে।
রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক জানিয়েছেন তিনি ছোটবেলা থেকে আর্জেন্টিনাকে পছন্দ করতেন। তিনি বলেন, আর্জেন্টিনা নি:সন্দেহে ভালো দল। তবে আমি ভালো খেলোয়ারদের পছন্দ করি। তাই আমি চাই আর্জেন্টিনাই চ্যাম্পিয়ান হোক।
রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে আমার একান্তভাবে কোনও দল সাপোর্ট নেই। তবে আমি খেলা দেখি সব দলেরই। আমি চাই সবাই ভালো খেলুক; যারা ভালো খেলবে তারাই চ্যাম্পিয়ান হবে।
রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাজন জানিয়েছেন তিনি ব্রাজিলের সাপোর্টার। তিনি জানান, এমনিতে ক্রিকেট খেলাটা আমার তেমনটা দেখা হয়নাম, আমি ফুটবর খেলা দেথতেই স্বাচ্ছন্দবোধ করি। আর স্বাভাবিক ভাবে যেহেতু ব্রাজিলকে সমর্থন করি; সেহেতু আমি চাই ব্রাজিলই চ্যাম্পিয়ান হোক।
রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ জানিয়েছেন তিনি বরাবরই আর্জেন্টিনার সমর্থক। তার প্রতাশ্যা আর্জেন্টিনা ভালো খেলবে এগুবে; খারাপ খেলবে পিছিয়ে তো পড়বেই। তবে তিনি বরাবরই আর্জেন্টিনা দলকে সমর্থন ও শুভকামনা জানিয়েছেন।
রাঙামাটি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর জানিয়েছেন, আমি ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানির খেলা পছন্দ করি। এককভাবে আমার কোনও দল সমর্থন নেই। আমার মতে ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানি এই তিন দলের যে কেউ একদল চ্যাম্পিয়ান হলেও ভালো হবে।
রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোলায়মান জানিয়েছেন, ফুটবল আমার অত্যন্ত প্রিয় একটি খেলা। কিন্তু এখানে আমাদের এশিয়ার তেমন ভালো কোনও দল নেই, সেক্ষেত্রে আমার বাড়তি উম্মাদনাও নেই। তবে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলাই ভালো লাগে। যেহেতু এক দলই চ্যাম্পিয়ান হবে, সেহেতু আমি চাই আর্জেন্টিনাই চ্যাম্পিয়ান হোক।
রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিমেল চাকমা বলেন, যখন থেকে আমি ফুটবল খেলা বুঝি, তখন থেকেই আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করে আসছি। আমি চাই আর্জেন্টিনা ভালো খেলুক, কিন্তু এ বিশ্বকাপে আমার মনে হচ্ছে না আর্জেন্টিনা বেশি এগুতে পারবে। তবুও আর্জেন্টিনাকেই শুভকামনা জানাই। দর্শক মাতিয়ে তারা ভালো খেলুক।
উল্লেখ্য, ১৪ জুন শুরু হবে রাশিয়া বিশ্বকাপ ফুটবল। প্রথম দিনের উদ্বোধনী খেলা হবে মস্কোতে। ১৫ জুলাই হবে এ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলাটি রাত ৯টায় মস্কোতেই অনুষ্ঠিত হবে।
3 Comments
রাঙ্গামাটিতে কি কোনো সাংবাদিক আছে নাকি ? সবাইতো সেনা তথা সরকারের দালাল আর রাজনৈতিক লেবাস পড়া একেকটা চাঁদাবাজ।
আর আদিবাসীদের মধ্যে সন্ত্রাস চাড়া ভালো মানুষ আছে নাকি?
আজিজুর রহমান, তোমার সেটেলারী আর দালালএর পরিচয়টা না দিলেই কি নয় ?