রাঙামাটি জেলা ছাত্রলীগের সম্মেলনের আগেই ইউনিটগুলোর সম্মেলন শেষ করার জন্য প্রতিটি উপজেলা ও ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ। জুলাই মাসের মধ্যেই সব সম্মেলন শেষ হবে বলে জানানো হয়েছে।
সংগঠনটির জেলা সভাপতি আব্দুল জব্বার এবং সাধারন সম্পাদক প্রকাশ চাকমা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় কমিটির অনুমতিক্রমেই সাংগঠনিক ইউনিটগুলোর সম্মেলনের এই তারিখ ঘোষণা করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ১৬ জুলাই নানিয়ারচর উপজেলা,১৭ জুলাই জুরাছড়ি উপজেলা,১৮ জুলাই রাজস্থলী উপজেলা,১৯ জুলাই বরকল উপজেলা,২০ জুলাই বিলাইছড়ি উপজেলা,২১ জুলাই কাউখালী উপজেলা,২২ জুলাই কাপ্তাই উপজেলা,২৩ জুলাই লংগদু উপজেলা,২৪ জুলাই বাঘাইছড়ি উপজেলা,২৫ জুলাই রাঙামাটি পৌর শাখা,২৬ জুলাই রাঙামাটি সরকারি কলেজ,২৭ জুলাই রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।
রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা জানিয়েছেন, আমরা সবগুলো ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা করেছি এবং সেই তারিখই সংশ্লিষ্ট ইউনিটকে সম্মেলন করতে হবে। এগুলা শেষ করেই আমরা জেলা সম্মেলন করব’।