করোনাভাইরাস আপডেটব্রেকিংরাঙামাটিলিড
রাঙামাটির যেসব এলাকায় করোনা আক্রান্ত শনাক্ত

এখন পর্যন্ত পার্বত্য জেলা রাঙামাটির যেসব এলাকায় করোনা পজিটিভ রোগি শনাক্ত হয়েছে-
#৬ মে : ১ নং পাথরঘাটা (রিজার্ভবাজার) ১জন, দেবাশীষনগর-১ জন,হাসপাতাল এলাকা-১ জন, মোল্লাপাড়া-১
#১২ মে : ১ জন (নার্স) রাঙামাটি হাসপাতাল
#১৩ মে : ২ চিকিৎসক, ৩ নার্স (রাঙামাটি হাসপাতাল),১ স্বাস্থ্যকর্মী (কাউখালী),রাজস্থলী (১ জন),বিলাইছড়ি(২ জন)
#১৪ মে : লংগদু (২জন), জুরাছড়ির ( ৬ জন) এবং নার্স-১ জন (রাঙামাটি জেনারেল হাসপাতাল), একজন আয়া (রাঙামাটি হাসপাতাল) ও ১ জন (রিজার্ভবাজার)
#১৬ মে : টিএন্ডটি এলাকা-১ জন (নার্স,রাঙামাটি হাসপাতাল
#১৯ মে : চক্রপাড়ার ১ জন, রাজবাড়ীর ১ জন, মানিকছড়ির ১ জন, দেওয়ানপাড়ার ১ জন, রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি ২ জন, উত্তর কালিন্দীপুরের ৩ জন, রাঙ্গাপানির ১ জন, মাঝেরবস্তির ১ জন, ম্যাজিস্ট্রেট কলোনির ১ জন, রায় বাহাদুর সড়কের ৩ জন, কল্যাণপুরের ১ জন এবং তবলছড়ির ওমদামিয়া হিল এলাকার ১ জন।
এদের মধ্যে প্রথম আক্রান্ত যে ৪ জন ( ৬ মে যাদের রিপোর্ট এসেছিলো) তারা ইতোমধ্যেই দুইদফায় নেগেটিভ রিপোর্ট আসায় তাদের করোনামুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তারা ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে আছেন। বাকিরা সবাই হোম আইসোলেশনে আছেন।