করোনাভাইরাস আপডেটব্রেকিংরাঙামাটিলিড

রাঙামাটির যেসব এলাকায় করোনা আক্রান্ত শনাক্ত

এখন পর্যন্ত পার্বত্য জেলা রাঙামাটির যেসব এলাকায় করোনা পজিটিভ রোগি শনাক্ত হয়েছে-
#৬ মে : ১ নং পাথরঘাটা (রিজার্ভবাজার) ১জন, দেবাশীষনগর-১ জন,হাসপাতাল এলাকা-১ জন, মোল্লাপাড়া-১
#১২ মে : ১ জন (নার্স) রাঙামাটি হাসপাতাল
#১৩ মে : ২ চিকিৎসক, ৩ নার্স (রাঙামাটি হাসপাতাল),১ স্বাস্থ্যকর্মী (কাউখালী),রাজস্থলী (১ জন),বিলাইছড়ি(২ জন)
#১৪ মে : লংগদু (২জন), জুরাছড়ির ( ৬ জন) এবং নার্স-১ জন (রাঙামাটি জেনারেল হাসপাতাল), একজন আয়া (রাঙামাটি হাসপাতাল) ও ১ জন (রিজার্ভবাজার)
#১৬ মে : টিএন্ডটি এলাকা-১ জন (নার্স,রাঙামাটি হাসপাতাল
#১৯ মে : চক্রপাড়ার ১ জন, রাজবাড়ীর ১ জন, মানিকছড়ির ১ জন, দেওয়ানপাড়ার ১ জন, রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি ২ জন, উত্তর কালিন্দীপুরের ৩ জন, রাঙ্গাপানির ১ জন, মাঝেরবস্তির ১ জন, ম্যাজিস্ট্রেট কলোনির ১ জন, রায় বাহাদুর সড়কের ৩ জন, কল্যাণপুরের ১ জন এবং তবলছড়ির ওমদামিয়া হিল এলাকার ১ জন।
 এদের মধ্যে প্রথম আক্রান্ত যে ৪ জন ( ৬ মে যাদের রিপোর্ট এসেছিলো) তারা  ইতোমধ্যেই দুইদফায় নেগেটিভ রিপোর্ট আসায় তাদের করোনামুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তারা ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে আছেন। বাকিরা সবাই হোম আইসোলেশনে আছেন।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =

Back to top button