
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধা পাওয়ার দাবিতে রাঙামাটি পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের তিনদিনের কর্মবিরতি চলছে। সোমবার ২য় দিনে সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখে ২৮-৩০ জানুয়ারি এ কর্মবিরতিতে যোগ দিয়েছেন।
এসময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহজাহান কবির ২য় দিনের কর্মবিরতিতে যোগ দিয়েছেন। জানা গেছে, সারাদেশে ৩২৭টি পৌরসভায় কর্মবিরতি চলছে। রাঙামাটি পৌরসভার ৭০ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ১ম শ্রেণি রয়েছে নির্বাহী প্রকৌশলী, সহকারি প্রকৌশলী, শহর পরিকল্পনাবিদ, বস্তি উন্নয়ন কর্মকর্তাসহ সাতজন, ২য় শ্রেণির ৫জন।
সরকারি কোষাগার থেকে বেতন দেয়ার দাবিতে সারাদেশের সকল পৌরসভার মতো রাঙামাটি পৌরসভার কর্মকর্তা কর্মচারিরাও আন্দোলন চালিয়ে আসছেন। এই সময় সকল প্রকার সেবা কার্যক্রমও বন্ধ রেখেছেন তারা।