রাঙামাটির পুরেন্তি চাকমা জাতীয় পর্যায়ে গানে দ্বিতীয়

নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি শহরের বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী পুরেন্তি চাকমা দেশাত্মবোধক সঙ্গীতে মুক্তিযুদ্ধভিত্তিক গানে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
রাঙামাটির তরুণ শিল্পী শেখর মল্লিকের কথা ও সুরে ‘শোনাতে এসেছি মুক্তিযুদ্ধের সাহসী কিছু কথা’ গানটি গেয়ে এই শিশু শিল্পী এই সাফল্য পেলেন।
জীবক চাকমা ও তুম্পা তালুকদারের সন্তান পুরেন্তি চাকমা শুধু সঙ্গীতে নয় আরো বিভিন্ন বিষয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট,জেলা শিল্পকলা একাডেমি,জেলা শিশু একাডেমি, জেলা গ্রন্থাগার, রাজবন বিহার,মৈত্রী বিহার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, নাচ,কবিতা আবৃতি, কুইজ,ধর্মীয় বুদ্ধ বন্দনা, রচনা,বঙ্গবন্ধু ভাষণ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন সময় পুরস্কার পেয়েছে। সে ২০২০ সালে লোকগীতি বিষয়ে বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করে এবং ২০২১ সালে বিভাগীয় পর্যায়ে চিত্রাঙ্কনে ২য় স্থান অধিকার করে। পুরেন্তি বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রে ২০২১ সালে শিশু শিল্পী হিসেবে তালিকাভূক্ত হয়েছে।
পুরেন্তির এই অর্জনে ভীষণ খুশি তার শিক্ষক শেখর মল্লিক। তিনি বলেন,‘ পুরেন্তি আমার ছাত্রী বলেই নয়,সে দারুন মেধাবী ও সম্ভাবনাময়ী এক শিশু শিল্পী। আমার বিশ^াস ও একদিন অনেক দূর যাবে। আমি তাকে নিয়ে গর্ব করি।’