রাঙামাটির ছাত্রনেতাদের শীর্ষনেতাদের মধ্যে বেশিরভাগেরই প্রিয় দল আর্জেন্টিনা,তবে আছে ভিন্ন দলের সমর্থকও।
বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলা কমিটির সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারন সম্পাদক প্রকাশ চাকমা,দুজনেই আর্জেন্টিনার সমর্থক।
প্রকাশ চাকমা জানিয়েছেন, তিনি মনে করেন এবার তার সমর্থিত দল আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে। সুজনও জানান,ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক আমি। তবে জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল আলম রাশেদের প্রিয় দল ইতালী এবার বিশ^কাপে না থাকায় হতাশ তিনি। জানিয়েছেন, প্রিয় দল না থাকায় এবার পর্তুগালকেই সমর্থন করবেন তিনি। পৌর ছাত্রলীগের সভাপতি এএইচ আলাউদ্দিন ও সাধারন সম্পাদক অপু শ্রীং লেপচার প্রিয় দল আর্জেন্টিনা,সদর থানা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের প্রিয় দল ব্রাজিল।
রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাত সায়েম আর্জেন্টিনার সমর্থক। সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার নেদারল্যান্ড এর সমর্থক। তবে তার প্রিয় দল বিশ^কাপে না আসায় হতাশ এখনো সিদ্ধান্ত নেননি কোন দলকে সমর্থন দিবেন। জেলা ছাত্রদলের সহসভাপতি নাজিমউদ্দিন ব্রাজিলের সমর্থক আর যুগ্ম সম্পাদক কামাল হোসেন আর্জেন্টিনার সমর্থক।
অন্যদিকে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা ও সাধারন সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদ দুজনই আর্জেন্টিনার সমর্থক। কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান চৌধুরী সুজন ও সাধারন সম্পাদক অলি আহাদের প্রিয় দল আর্জেন্টিনা। রাঙামাটি পৌর ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের প্রিয় দলও আর্জেন্টিনা।
17 Comments
এখানে শুধু মাত্রই ছাত্রদল ছাত্রলীগের সমর্থনের কথা বলা হয়েছে…… আরো অনেক দলের বাকি ছাত্র নেতাদের নাম এবং সমর্থনের কথা উল্লেখ নেই কেন???
শুধু জাতীয় ছাত্রসংগঠনগুলোর নেতাদের বক্তব্য এখানে! স্থানীয় ছাত্রসংগঠনগুলোর প্রতিটির ৩/৪ গ্রুপ, কারটা ছাপাব বলেন?? কয়েকটা পিসিপি,একাধিক বাঙালি ছাত্র পরিষদ!!
অন্তত রাংগামাটি জেলার সকল ছাত্র সংগঠনের ছাত্র নেতাদের সমর্থনের কথা বলতে পারতেন যেহেতু আপনি শুধু ঐ জেলার ছাত্র নেতাদের বক্তব্য বলেছেন……
আপনাদের পরিবেশিত…. প্রচারিত সংবাদটি যথেষ্ট যথার্থ নয়…. সঠিক আর সত্য সংবাদ পরিবেশন করুন এটাই অনুরোধ থাকল।
Tur Chakma ধন্যবাদ দাদা,আপনার পরামর্শ অবশ্যই আমরা বিবেচনায় নিবো…..
ধন্যবাদ pahar24 কে।এগিয়ে যান সাহসের সাথে,সত্যের সাথে।
কয়েকটা পি,সি,পি…একাদিক বাঙ্গালি ছাত্র পরিষদটা অনেক মজা লাগছে সুদারিন সাম্মুয়ে রহিঙ্গা লেবার..I realy like diz dialog👏👏👏👏👏
Tur Chakma ধন্যবাদ দাদা,পাশে থাকবেন
এটাও নিউজ 😂😂😂
পাগলের নিউজ
পাগলে কি না করে!!!!
আকামের কাম
এটা কি ধরনের খবর, আর অণ্য কিছু নাই হাহাকর।
নিউজ খুঁজে পায়না
নিউজ করার বিষয় পেল না অার???
কে কত দুর্নিতীবান তার একটা তালিকা করেন
এটা কোন নিউজ হলো