রাঙামাটিতে সোমবার বিকালে এক ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় ‘ছাত্রলীগ কর্তৃক ঘটনার সাথে পিসিপিকে জড়িত করে অপপ্রচার’ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাহাড়ী ছাত্র পরিষদ। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ এর তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক নিতীষ চাকমা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আজ রাঙ্গামাটি স্টেডিয়ামে প্রতিদিনকার মতো দুই দলের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলার পর একদল দাবি করে তারা একরানে জয়যুক্ত হয়েছে। প্রতিপক্ষ আরেকদল দাবি করে যে, খেলা টাই হয়েছে। এভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজনের মধ্যে মারামারি হয় বলে জানা যায়। এতে সুপায়ন চাকমা আহত হয় বলে জানা গেছে। বস্তুত পিসিপির কোন সদস্য উক্ত ক্রিকেট খেলায় অংশগ্রহণও করেনি কিংরা সেসময় স্টেডিয়াম এলাকায়ও উপস্থিত ছিল না।’
বিবৃতিতে বলা হয়, ‘উক্ত ঘটনার সাথে পাহাড়ী ছাত্র পরিষদের কোন সদস্য জড়িত ছিল না। পাহাড়ী ছাত্র পরিষদকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার হীনউদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে পাহাড়ী ছাত্র পরিষদকে জড়িত করা হয়েছে।’