সারাদেশে মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। এবার রাঙামাটিতে পাসের হার ৭৬.৮৭%। জেলায় জিপিএ ফাইভ পেয়েছে ১৬৫ জন কৃতি শিক্ষার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করেন।
এবারের এসএসসি পরীক্ষায় রাঙামাটির দশটি উপজেলায় মোট ৮২৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে পাস করেছে ৬৩৬৩ জন শিক্ষার্থী।
রাঙামাটি জেলা প্রশাসনের শিক্ষা কল্যাণ শাখার তথ্য অনুযায়ী, রাঙামাটি সদর উপজেলায় ১৯০২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬০৩ জন, নানিয়ারচর উপজেলায় ৭৯১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৩৬ জন, কাপ্তাই উপজেলায় ১২৫৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯০৯ জন, লংগদু উপজেলায় ৯৪৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৩৪ জন, রাজস্থলী উপজেলায় ২৮১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪২জন, বাঘাইছড়ি উপজেলায় ১০৩১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৩২ জন, কাউখালিতে উপজেলায় ৮০৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯০ জন, বিলাইছড়ি উপজেলায় ৩৪৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১৭ জন, জুরাছড়ি উপজেলায় ৩৪১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৭৭ জন, বরকল উপজেলায় ৫৭৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৬৪ জন পরীক্ষার্থী।
Previous Articleপানছড়ি উপজেলায় জিপিএ ৫ পেয়েছে পাঁচজন
Next Article কাপ্তাইয়ে করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু