যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আগামী ২২ আগস্ট বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাঙামাটির বিভিন্ন মসজিদ, ঈদগাঁহ ও মাঠে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ দিন শহরের তবলছড়ি ঈদগাঁহ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়।
এছাড়া রিজার্ভ বাজার জামাত কমিটির সিদ্ধান্ত মোতাবেক রিজার্ভ বাজার জামে মসজিদ, উন্নয়ন বোর্ড জামে মসজিদ, পুরাতন বাস স্ট্যান্ড জামে মসজিদ ও বায়তুশ শরফ জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
শহরের বনরূপা এলাকায় বনরূপা আদালত ভবণ প্রাঙ্গণে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়।
ভেদভেদী আমানতবাগে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়।
এদিকে, পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অতি বৃষ্টি বা অন্যরূপ কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে ঈদের জামাত মাঠে সম্ভব না হলে স্ব-স্ব মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে, যত্রতত্র পশু কোরবানি না করে রাঙামাটি পৌরসভার নির্ধারিত স্থানে পশু কোরবানি করার জন্য আহ্বান জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।