রাঙামাটির আরো ৪ নার্সের করোনা শনাক্ত,আক্রান্ত বেড়ে ১৪

রাঙামাটিতে আরো চার নার্সের করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে বুধবার রাতে। রাত এগারোটায় রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোন বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এখনো বিস্তারিত জানাতে পারছেন না জানিয়ে, এই চিকিৎসক বলেছেন, আক্রান্ত নার্সদের সবাই রাঙামাটি সদর হাসপাতালে কর্মরত স্টাফ নার্স।
এর আগে বুধবার সন্ধ্যায় রাঙামাটি সদর হাসপাতালের ১ জন চিকিৎসক,বাইরে প্র্যাকটিস করা আরেকজন চিকিৎসক এবং বিলাইছড়িতে ২ জন এবং রাজস্তলীতে আরেকজন আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছিলো। রাতে আসলো হাসপাতালের ৪ নার্সের পজিটিভ রিপোর্ট।
এনিয়ে একদিনে সর্বোচ্চ ৯ জন আক্রান্ত হলো। সন্ধ্যায় আসায় আক্রান্ত ৫ জনের রিপোর্ট পরীক্ষা করা হয়েছিলো চট্টগ্রামের ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়(সিভাসু)তে আর রাতে আসা ৪ জনের পরীক্ষা হয়েছে ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (
এর আগে গত ৬ মে ৪ জনের পজিটিভ পাওয়ার পর ৭ মে দ্বিতীয় দফা নমুনা পাঠানোর পর ১০ ও ১১ মে তাদের করোনা নেগেটিভ ফলাফল আসে এবং তৃতীয় দফা আবারো নমুনা প্রেরণ করা হয়। ১২ মে আরেকজনের পজিটিভ আসে। এনিয়ে জেলায় মোট ১৪ জন করোনা আক্রান্ত হলো।