১৫ মে একদিন বিরতির পর পার্বত্য শহর রাঙামাটিতে ১৬ মে সন্ধ্যায় আরো একজনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলো। আক্রান্ত রোগি রাঙামাটি শহরের টিএন্ডটি এলাকার একজন নারী,যার বয়স ৪৬ বছর। চট্টগ্রামের ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে শনিবার সন্ধ্যায় এই রিপোর্ট পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল। আক্রান্ত নারী রাঙামাটি সদর হাসপাতালের নার্স বলে নিশ্চিত করেছেন তিনি।
এনিয়ে রাঙামাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়লো ২৬ জন্যে। এর মধ্যে প্রথম আক্রান্ত ৪ জন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন এবং তাদের তৃতীয় রিপোর্টও নেগেটিভ আসায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে আছেন তারা।
প্রসঙ্গত,এর আগে ৬ মে একই দিনে ৪ জনের পজিটিভ আসে রাঙামাটিতে। এরপর ১২ মে ১ জন,১৩ মে ৯ জন এবং ১৪ মে ১০ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে জুরাছড়িতে ৬ জন, কাউখালীতে ১ জন,রাজস্থলীতে ১ জন,লংগদুতে ২ জন এবং বিলাইছড়িতে ২ জন আছেন। বাকি আক্রান্তদের প্রায় সবাই রাঙামাটি শহরের। এদের মধ্যে ২ জন চিকিৎসক ৬ জন নার্স, ১জন আয়া ও ১ জন স্বাস্থ্য সহকারি আছেন।