অবশেষে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার পর পার্বত্য শহর রাঙামাটির একমাত্র আভ্যন্তরীন বাহন অটোরিক্সার ভাড়া আগের রেটে ফিরিয়ে নেয়া হয়েছে।
সোমবার বিকালে শহরে মাইকযোগে ভাড়ার এই নির্দেশনা প্রচার করা হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানিয়েছেন, জনগণের নানান অভিযোগ আমরা পাচ্ছিলাম। একইসাথে সর্বশেষ আইনশৃংখলা সভায় সবাই একযোগে অভিযোগ করেছিলো,অটোরিক্সায় সামাজিক দূরত্ব মানা না হলেও ভাড়া নেয়া হচ্ছে বেশি। এরই প্রেক্ষিতে আমরা ভাড়া পূর্বের জায়গায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অটোরিক্সা সমিতির সেক্রেটারিও আমাদের সাথে একমত হয়েছেন। তিনি আমাকে বলেছেন প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার জন্য,তাই আমরা মাইকিং করেছি।’
জেলা প্রশাসক জানিয়েছেন,লকডাউনের আগে যে ভাড়া দিতেন যাত্রীরা,এখন তাই দিবেন। তবে সবার প্রতি অনুরোধ থাকবে,কেউ যেনো মাস্ক ছাড়া বের না হন।’
তবে এই বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক পরিচয়ে কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে বলেন, উপজেলা চেয়ারম্যান হিসেবে জনগণের স্বার্থে যেকোন সিদ্ধান্তকে আমি সমর্থন করব।’
প্রসঙ্গত,করোনাকালে সামাজিক দুরত্ব বজায় রেখে অটোরিক্সায় যাত্রী কম নেয়ার নির্দেশনা প্রদান করে প্রয়োজনে বাড়তি ভাড়া নেয়ার পরামর্শ দিয়েছিলো প্রশাসন। কিন্তু লকডাউন শিথিল হওয়ার পর অটোরিক্সায় স্বাভাবিক যাত্রী পরিবহন শুরু হলেও ভাড়া আগের মতোই নিচ্ছিলেন অটোরিক্সা চালকরা। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছিলেন রাঙামাটি শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।