করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে সরকার কর্তৃক ছুটি চলছে সারা দেশে। অপর দিকে সামাজিক ও শারীরিক দুরত্ব বাজায় রাখতে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। শহরে মাইকিংও করছে পুলিশ। তারপরও সাধারণ মানুষকে ঘরে ফেরাতে প্রচুর কষ্ট করতে হচ্ছে সকল প্রশাসনকে। এবার সামাজিক দুরত্ব নিশ্চিত করতে আরো এক ধাপ এগিয়ে এলো রাঙামাটি জেলা পুলিশ।
বৃহস্পতিবার বেলা ৪ টা ২০ মিনিটে রাঙামাটি জেলা পুলিশ ফেসবুক এ পোষ্টে জানানো হয়, “প্রিয় রাঙ্গামাটিবাসী, নোভেল করোনা ভাইরাস এর কারণে চলমান পরিস্থিতিতে যাদের বাসায় খাবার নেই তারা নিঃসংকোচে 01769-058226/0351-62044 যোগাযোগ করুন অথবা ‘রাঙ্গামাটি জেলা পুলিশ’ ফেসবুক আইডির ইনবক্সে SMS করুন। আমরা আছি আপনাদের সাথে সার্বক্ষণিক।
‘আপনাদের জন্য আমরা বাইরে আছি,মানবতার জন্য আপনারা ঘরে থাকুন’ পুলিশ সুপার রাঙ্গামাটি পার্বত্য জেলা”। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সুফি উল্লাহ্ বলেন, রাঙামাটির যে কোন নাগরিক চাইলে এ সেবা নিতে পারবেন। খাদ্য সহায়তা বাসায় পৌঁছে দিবো, । আমাদের কষ্ট হলেও যাতে নাগরিকগণ নিরাপদে থাকেন এটাই আমাদের চাওয়া। তিনি আরো বলেন, এতো সামাজিক দুরত্ব বিষয়টাও সুনিশ্চিত হবে এবং আমরা বেশ সাড়া পেয়েছি, পোস্ট দেবার ২০ মিনিটের মধ্যে ৩টি কল পেয়েছি, তাদের চাহিদা অনুযায়ী পণ্য আমাদের পুলিশ সদস্যরা বাসায় পৌঁছে দিয়েছে।
পোস্ট দেয়ার ৪০ মিনিটের মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটি শেয়ার হয়েছে ৪১টি কমেন্ট করেছে দশ জন। এর মধ্যে তাপস দাশ মন্তব্য করেছে ‘সুন্দর উদ্যোগ, ভালোবাসা অবিরাম’। হরিশ চন্দ্র কারবারী নামের একজনের মন্তব্যটা ছিল একটু ভিন্ন ‘ব্যংক থেকে টাকা উঠানো দরকার! ব্যাংকে কি আসা যাবে প্লিজ জানালে উপকৃত হবো! এছাড়াও আরো অনেকেই জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।