
অবিশ্বাস্য দ্রুতগতিতে কোভিড-১৯ সংক্রমিত হচ্ছে পার্বত্য জেলা রাঙামাটিতে। জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুসারে গত ২৪ ঘন্টায় জেলায় আরো নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৭ জন। এনিয়ে জেলা মোট কোভিড সংক্রমন দাঁড়ালো ২৫০৪ জনে।
গত ২৪ ঘন্টায় সংক্রমিত ৮৭ জনের মধ্যে রাঙামাটি পিসিআর ল্যাবে সনাক্ত হয়েছেন ৫৪ জন,যার মধ্যে সদরেই ২৮ জন , কাপ্তাই উপজেলায় ২১ জন, কাউখালীতে ৪ জন,বরকলে ১ জন রোগি আছেন।
অন্যদিকে এন্টিজেন টেস্টে পজিটিভ হওয়া ৩৩ জনের মধ্যে রাঙামাটি শহরে ১৪ জন, বিলাইছড়িতে ৪ জন, বাঘাইছড়িতে ২ জন, লংগদুতে ২ জন, কাউখালীতে ৪ জন, কাপ্তাইয়ে ২ জন,বরকলে ৪ জন এবং নানিয়ারচরে ১ জন রয়েছেন।
অর্থাৎ সর্বোচ্চ ৪২ জন রাঙামাটি সদরে এবং দ্বিতীয় সর্বোচ্চ ২৩ জন কাপ্তাইতে সনাক্ত হয়েছেন।
‘পুরো বিষয়টি বেশ উদ্বেগজনক’ বলছে স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা।
এদিকে পার্বত্য এই জেলায় কোভিড আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২১ জন। জেলার মোট ৪৪ হাজার ১৪৫ জন নাগরিক সোমবার অবধি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮ হাজার ৯৯৪ জন।