বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাঙামাটি জেলা শাখার অধীনস্থ ৭ টি ইউনিট কমিটি অনুমোদন করা দেয়া হয়েছে। ২৯ এপ্রিল এই অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সাতটি কমিটি অনুমোদন দেয়া হয়েছে সেগুলো হলো-রাঙামাটি পৌর শাখা,বাঘাইছড়ি পৌর শাখা, বাঘাইছড়ি উপজেলা,লংগদু উপজেলা,বিলাইছড়ি উপজেলা,বরকল উপজেলা,নানিয়ারচর উপজেলা।
রাঙামাটি পৌর কমিটি : আহ্বায়ক-মোহাম্মদ কামাল হোসেন, সদস্য সচিব– কফিল উদ্দিন, ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
বাঘাইছড়ি উপজেলা কমিটি: আহ্বায়ক-নুর উদ্দিন রাজু, সদস্য সচিব-হাবিবুর রহমান হাবিব, ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
বাঘাইছড়ি পৌর কমিটি: আহ্বায়ক– ইমরান হোসেন (জুমান), সদস্য সচিব-হেলাল উদ্দিন, ২১ সদস্য বিশিষ্ট কমিটি
লংগদু উপজেলা কমিটি: আহ্বায়ক– তরিকুল ইসলাম তারা, সদস্য সচিব-তরিকুল ইসলাম তুহিন, ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
বিলাইছড়ি উপজেলা কমিটি: আহ্বায়ক-মো: মামুন, সদস্য সচিব-মিলন চাকমা, ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
বরকল উপজেলা কমিটি: আহ্বায়ক– জাকির হোসেন জনি, সদস্য সচিব– মো: কবির হোসেন সুমন, ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
নানিয়ারচর উপজেলা কমিটি: আহ্বায়ক-বেলাল হোসাইন, সদস্য সচিব-তৌহিদুল ইসলাম, ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান জানিয়েছেন, নতুন এই নেতৃত্বের মাধ্যমে সম্মেলনের মাধ্যমে স্বল্পতম সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে এবং এর মাধ্যমে জাতীয়তবাদী শক্তিকে আরো শক্তিশালী করে বেগম জিয়াকে কারামুক্ত করে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম আরো জোরদার হবে।