জিয়াউল জিয়া
দুই মাস পর পার্বত্য জেলা রাঙামাটিতে আবারও গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে টিকাদান কেন্দ্রে চীনের তৈরি সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে।
টিকা কেন্দ্রে টিকা নিতে আসা সাধারণ মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে। করোনার উর্ধমুখী এই পরিস্থিতিতে অনেকটাই উপেক্ষিত স্বাস্থ্যবিধি।
টিকা গ্রহণকারীদের অভিযোগ দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে টিকা নিতে হচ্ছে। টিকা কেন্দ্রে সামাজিক দূরত্ব অনেকটা বজায় রাখা সম্ভব হচ্ছে না। এতে করে করোনার ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার অশঙ্কা দেখা দিতে পারে। তাই টিকা কেন্দ্র বাড়ানোর দাবিও জানান তারা।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর জানান, আমরা আবারও টিকা দান কর্মসূচী চালু করেছি। চীনের তৈরি সিনোফার্মের টিকা প্রথম ডোজ আজ শনিবার (১০ জুলাই) থেকে দেয়া শুরু হয়েছে। যারা এই টিকা নিচ্ছেন তারা আগামী ১ মাসের পর দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, এখন পর্যন্ত জেলায় প্রায় ৪১ হাজার লোক টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে। নতুন করে আরও টিকা আসবে তখন উপজেলা পর্যায়ে এই কার্যক্রম শুরু করা যাবে।