রাঙামাটিতে সনাকের মতবিনিময় সভা

রাঙামাটিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সংবাদ মাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাঙামাটি জেলা সচেতন নাগরিক কমিটি সনাক’র আয়োজনে রাঙামাটি সনাক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রাঙামাটি জেলা সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি অমেলেন্দু হাওলাদারের সভাপতিত্বে জেলা সনাক’র সদস্য মুজিবুল হক বুলবুল, গৌরিকা চাকমা, এস এম মহিউদ্দিন, রাঙামাটি দৈনিক গিরিদর্পণের সম্পাদক এ কে এম মকসুদ আহমেদসহ জেলার গণমাধ্যমকর্মীরা আলোচনায় অংশ নেন।
এতে পর্যটন নগরী রাঙামাটিতে আসলেই পর্যটন বান্ধব পরিবেশ গড়ে উঠেছে কিনা আলোচকরা সন্দিহান প্রকাশ করে। ফুটপাতে বাজার বসা, জেলার স্বাস্থ্য সেবার বেহাল দশা, ফিসারি বাঁধের ভঙ্গুর অবস্থা, জনগণের তথ্য পাওয়ার অধিকার বিষয়কসহ সনাকের কার্যক্রম বিষয়ক আলোচনা হয়।
সনাকের সদস্যরা অভিযোগ তুলেন আমরা বিভিন্ন বিভাগে কাজ করতে গিয়ে বিভাগগুলোর সাড়া পেলেও আমরা বেশ কয়েকবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বসতে চাইলেও তারা আমাদের সাথে কোনভাবেই আলোচনাই বসছে না।
প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ বলেন, রাঙামাটিতে এত দুর্নীতি ছেয়ে গেছে তা বলা যায় না, লেখা যায় না। প্রায় সময় বলা হয় রাঙামাটির কোন জায়গা অনুন্নত নাই, আমি চ্যালেঞ্জ করে বলবো রাঙামাটিতে এখনো অনুন্নত জায়গা আছে। তিন পৌর মেয়র পার হয়ে যাচ্ছে আমার এলাকার সড়কটির মাটি ভেঙ্গে যাচ্ছে কিন্তু ঠিক হয় না। হাবিব সাহেব গেল, ভুট্টো গেল এখন আকবর আসল তারও তিন বছর গেল কিন্তু এই রাস্তা হয় না। আমরা আকবর মেয়র হওয়ার পর প্রথম সংবর্ধনা দিলাম সে বললো রাস্তা করে দিবে। কিন্তু তিন বছরেও হয় নাই। কিছু দিন আগে একটা ড্রেইন ভেঙ্গে গেছে আমাদের এলাকাই, সে ড্রেইনটি এলাকার মানুষ টাকা তুলে ঠিক করেছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাঁশ প্রকল্প ও কমলা চাষ প্রকল্পের সঠিক খাতে ব্যয় নিয়েও প্রশ্ন তুলেন তিনি।