জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় পার্বত্য শহর রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেছে সংগঠনটির সদর উপজেলা কমিটি। বুধবার কর্মসূচীর উদ্বোধন করেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসীন রোমান, রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক চাকমা, সাধারণ সম্পাদক সুখময় চাকমা, সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হৃদয় বিকাশ চাকমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর আলম, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা সাইদুল আলম সাইদুল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুল আলম রাশেদ, রুপন দাশ, দীপায়ন বড়ুয়া, পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা, দপ্তর সম্পাদক মোঃ নুর আলম, মঈন উদ্দিন শাকিল, ধর্ম বিষয়ক সম্পাদক কলিম উল্লাহ কলি, অর্থ সম্পাদক পিকুল চাকমা, সদস্য সুমন দাশ ববি, রাঙামাটি পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক অপু শ্রীং লেপচা, সদর উপজেলা শাখার সহ সভাপতি বেলাল হোসেন রুবেল, জেলা ছাত্রলীগের সদস্য ওবায়দুল হক তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক বণি মাহমুদ, সহ সম্পাদক মোঃ জাকির হোসেন, সদস্য বিপুল চাকমা, সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা।
রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা’র নেতৃত্বে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বলেন-জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এই কর্মসূচী বাস্তবায়ন করছি। বিভিন্ন প্রজাতির গাছের চারা আমরা পুরো উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগাচ্ছি।’