‘প্রতিকূল অন্ধকারে হোক সুনীতির উন্মেষ’ এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দু’দিন ব্যাপী চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার সকালে বাম ধারায় এ ছাত্র সংগঠনটির রাঙামাটিস্থ অস্থায়ী কার্যালয়ে এ কর্মশালার শুভ সূচনা করা হয়।
প্রথমদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু সকাল ১০টায়। এদিন প্রশিক্ষক হিসেবে ছিলেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, সাবেক সভাপতি এসএম শুভ, রাঙামাটি জেলার সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী।
দ্বিতীয় দিনের প্রশিক্ষক কর্মশালাও শুরু একই সময়েই। এদিনের প্রশিক্ষক ছিলেন- সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদি হাসান নোবেল, সদস্য অটল ভৌমিক, রাঙামাটির জেলার সাবেক ছাত্রনেতা তনয় দেওয়ান।
ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলার এ আয়োজনে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সংসদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নানান প্রতিকূলতার মধ্য দিয়ে দু’দিন ব্যাপী এ আয়োজনে সংগঠনের নেতাকর্মীদের প্রাণবন্ত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কর্মশালা সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন আয়োজকরা।
বিভাগীয় কর্মশালার আয়োজক কমিটির আহ্বায়ক মিশু দে বলেন, ‘নানান প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা সফল ভাবে দুইব্যাপী এই বিভাগীয় কর্মশালা সফলভাবে সমাপ্তি করেছি। প্রশাসনের বাধারমুখেও ছাত্র ইউনিয়ন তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘আজ সারাদেশে সভা-সমাবেশ থেকে শুরু করে সকল ধরণের মিটিং-মিছিল করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বাধা প্রদান করছে। এমনকি আমাদের পূর্ব ঘোষিত দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালাও অনুমতির কথা বলে ভাড়া করা হলরুমে করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। তাদের এহেন কার্যক্রম গণতান্ত্রিক রাষ্ট্রে কখনোই কাম্য নয়। কিন্তু, প্রতিনিয়ত যার শিকার হচ্ছে এদের মানুষ। এ দেশের প্রগতিশীল ছাত্র সমাজ এসবের মধ্যেও তাদের আন্দোলন আরও অধিকতর ভাবে চালিয়ে যাবে।’