নিজস্ব প্রতিবেদক ॥
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ২য় সন্তান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী পালন করেন রাঙামাটি জেলা প্রশসন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেনহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানাতে আশা ব্যক্তিবর্গরা বলেন, ‘শেখ কামাল একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তি ছিল। যুদ্ধ থেকে সবাই এসে আবাহনী ক্লাব গঠন করা হলো। খেলার প্রতি মোহ ছিল যথেষ্ট। বাস্কেটবল, ক্রিকেট ও বাস্কেটবল খেলতো। পাশাপাশি সংগঠক হিসেবে সুনাম কাজ করছিল। ক্রীড়াঙ্গনে তার অবদান বলে শেষ করা যাবে না। বেঁচে থাকলে হয়তো আবাহনী তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারতেন শেখ কামাল। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা-মা ভাইসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকে নির্মমভাবে হত্যা করে পাপিষ্ঠ ঘাতকেরা।
অন্যদিকে একই দিন শহরের জিমনেসিয়াম কক্ষে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে তিন শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।